আন্ধার


আন্ধারে খেই হারিয়ে, নিরবে, নিঃশব্দে, নৈবদ্যের রেখা টেনে
কত যে রাত্রি ফুরায়?
আন্ধারে ছায়া তারে বিদ্রুপ করে না, মুখোশের আঁড়ালে, মানুষ
কত যে ছায়াবাজি ধান্ধায় মাতে?
পথে আন্ধার পথ চেনা দায়, ঢেড় আন্দাজ, তবুও প্রলাপ ছোটে
কত নিঃশ্বাসে প্রাণ বাঁচে?
যাপিত কাল সে তো মাঝ রাতে, কালো আন্ধার, কৃঞ্চ কালো
আর কত কাল পরে আঁধার ঘুচবে?
ক্ষুধার শরীরে, আন্ধার নামে, নেতিয়ে পরে, নিঃসার ক্ষয়িঞ্চুকাল
কত শত নিঃসার হলে আন্ধার মুছবে?
আন্ধার পালকে, অবক্ষয়ের ঝালর, ডুবছে আঁধারে, নৈতিকতা
বিচূর্ণ আন্ধার ফুড়ে কবে জ্বলবে মশাল?


১৪২৩/১০ কান্তিক/হেমন্তকাল।