অতঃপর চাওয়া


চাওয়ার না কি লাগাম ধরতে হয় টেনে?
চাওয়ার আবার লাগাম, ঘোড়ামুখো ব্যাপার
জানি ঘোড়ার লাগাম ধরতে হয়; না হলে পোষ মানানো
বেশ কঠিন সাধ্য বিষয়।


চাওয়া টাও তাই বটে,
বন্য ঘোড়ার মতো অরুদ্ধ স্বাধীনতায় ছুটে
চাইতে পার যত খুশি! খোলা আকাশটা জুড়ে,অসীম সীমায়
যত চাও, শঙ্খচিলের পথে উড়ে উড়ে যাও।


লাগাম টানতে হবে কেন?
ও কি পথ ভুলানো মরীচিকা? বালিয়াড়িতে সর্বনাশ ঘটায়
যত্রতত্র সুপিয় জল পানে; তৃঞ্চায় মৃত্যু, টুটি চেপে ধরে
চাওয়ার অহমিকা, না জানি কোন ইতিহাস আঁকে?


এমনি ইতিহাস চাই না,
মৃত্তিকা চেয়েছে, এই কার্ত্তিকে শিশিরের ছোঁয়া
আর শিশির চাইছে, শরীরে তার গন্ধ ভাসুক সোদা মাটির
চাইতে চাওয়ার প্রণয় মিলে স্বপ্ন বাঁচুক।


১৪২৩/১২, কার্ত্তিক/ হেমন্তকাল।