মস্তবড়


ভুতুর প্রশ্ন মস্তবড়
আকাশ নীলে ভরা,
রাতের বেলা কই পালায়?
দিনে নীলের মেলা।


নীলে নীলে নীলাম্বড়ি
মেঘে সাজে ভেলা,
কেন ঐ রং এ ছোটা?
রংধুনু কয় মেঘে ভাসা।


মাছগুলে সব জলের ভিতর
সাঁতার কাটে জীবনভর,
ঘুমের বালাই নাইতো মোটে
রাত্রিদিন কেমনে বুঝে?


১৪২৩/১৫,কার্তিক/ হেমন্তকাল।