ছুটে চলার গতির মাঝে


নগরজুড়ে সহস্র,
সহস্র পথিকের পাদুকার প্রতিধ্বনি
নিত্য শোনা যায়; ছুটে চলার গতির মাঝে
কানাকানি, ফিসফাস, চাতুরতা, ঠকবাজির চপলতা,
প্রেম, মায়া কান্না, হন্তারকের চুপি চুপি পালিয়ে যাওয়া।


হারিয়ে যাওয়া স্বপ্নগুলো
ফুটপাতের পথচারির পিছে পিছে; ধীর পায়ে হাঁটে
যদিও বা টের পায় পথিক, পিছন ফিরে দ্যাখে
থমকে যাওয়া বাতাস, ফের চলার পথে
পার্কে বসার ভাঙ্গা আসনে, স্থিতি হয় নিঃশব্দে।


ঝাউঝাড়ের আঁড়ালে,
যুগোল সন্ধির প্রেম; আচানক এক মাধুর্য্যের আবির ঢালে
সনাতন আঁচল আকাশ বেয়ে নামে আসে, বুনো প্রেম
বাসা বেঁধেছে আজ; মেঘ বালিকার ঠোঁট চুম্বনে
বৃষ্টি নামে ঝর ঝর মর মর আবিষ্ট সিক্ত সুখ!
সাঁঝ লালিমায় যেন নগর বধুঁয়ার বিরহ বিলাপ।


১৪২৩/ ২২কার্তিক/ হেমন্তকাল।