নিশুতি রাতে মধ্য গগনে


নিশুতি রাতে মধ্য গগনে,
আধো আঁধারে মেঘেদের আনাগুনা, মেঘের উপর
ঐ আকাশ জুড়ে তারাদের মেলা।
যেন নগর সেজেছে, আমলকি বন
মেঘেদের তির্যক ফাঁক বেয়ে পরছে চুঁয়ে চুঁয়ে
চিক চিকে ধুঁয়াসা আলো।


কার্তিকের জলে ভেজা শহর
যেন ভাটায় থাকা নদীর মতো, পলির মসৃণ ধসূর গা
যেন এক মহিনী অপূর্ব রুপের আঁধার।
কোথাও উঁচু দালানের গা বেয়ে
ঝুলে পরেছে লাল নীল ঝালর বাতি, মেঘের ফাঁকে
জোছনার হেলান দক্ষিণা কার্নিশে।


চির ক্লান্ত এই প্রিয় নগর,
রাতের বাসরে একটু সুখ মাস্তি খুঁজে ফিরে, আঁধার ঘোর
উম্মাতাল মাদলে মেসক আম্বর ভেসে যায়।
ভেসে আসে আরও বনবিহারি,
কাঁঠাল চাঁপার গন্ধ বিলাসি ফ্লাটের, খিড়কি দিয়ে
রাতভর আত্মজা কুকুর ডেকে ডেকে উদাস হয়।


১৪২৩/২২, কার্তিক/ হেমন্তকাল।