শত শত মানুষের ভিরে


অফিস পাড়া,
মিল কারখানা, দোকান মার্কেট
সদাইপাতির বাজারে,ফুটপাতে যানবাহনে গৃহবাস-এ
অপরিমীয় বিদ্রুপ সয়ে সয়ে;
তবুও যাপিত নগর যেন বাঁচা মরার আশ্রয়স্থল
তাই বোধ হয়!
নিত্য বুনুনে, আঁকে ভালোবাসার চিত্র।


খন্ডিত ব্যাথায় ব্যাথিত হই,
মৃত্যু যন্ত্রণায় চোখে জল আসে, দুঃস্থ অসহায় কান্নায়
আপ্লুত হই।


শত শত মানুষের ভিরে
অচেনা মানুষও চেনা মনে হয়,
পিছন ফিরে আলতো ইশারায়! হয় তো সে চেনা ছিল!
কত কাল পরে?
চেহারার আধো ফাটলে হয়তো অচেনা লাগছে।
পিছন ফিরে আর ডাকা হল না,
সে তো অচেনা রইয়ে গেল;
এই নগরে! হয়তো সেও
অন্য কোন লেনের বাসিন্দা হয়ে উঠেছে।


১৪২৩/২৯, কার্তিক/ হেমন্তকাল।