আমার মুক্তির বিধান খুঁজি


আমাকে, আমার মুক্তির বিধান খুঁজি
এই যে বিশ্ব, এইতো খোলা আকাশ
এই তো ঝকঝকে নগর।
যাপিত জীবন কি তাই?
চলছে তো বেশভূষায়, পরিপাটি চক চকে
প্রেম বিরহে, যাতনা কোলাহলে।


গায়ে আমিত্বের রং মেখে,
এই রং লেগে থাকে কত, কত কাল?
বুড়িয়ে যায় কিশোর কৈশর।
ফুলে ফেঁপে উঠে যৌবন,
কাঁঠাল চাঁপার গন্ধ ভাসে রন্ধ্রে রন্ধ্রে
যেন আজন্ম বেঁচে থাকার ঘোরদৌড় প্রত্যয়।


তেমনি এই চকচকে নগর
বাউল প্রত্যয় গায়ে জড়িয়ে নিত্য যৌবন সাজ
আক্ষরিক প্রথাগত বুড়িয়ে যায় না।
মিথ সম্ভারে পাললিক পরতে,
ধুয়ার আঁড়ালে লুকিয়ে থাকে যাপিত চিহ্ন বুকে
সেও তো মুক্তির অর্নিবান।


এমনি ঘোরদৌড়ে; মুক্তির বিধান খুঁজে
বার বার একই বৃত্তে প্রত‌্যার্বতন।


১৪২৩/১২, অগ্রহায়ণ/ হেমন্তকাল।