ক্ষুধার সাথে অবিচ্ছেদ্য স্বপ্ন


আমি ফিরব না আর,
ভেবেছিল আড়ম্বর ক্ষুধা, দুমুঠো খাবারের জন্য পথ মারিয়ে যাওয়া
আমিষ হীন দুমুঠো আলু সিদ্ধ ভাত, ষোল ঘন্টা খাটুনি,
শুধু ক্ষুধার জন্য বড়ই তৃপ্তিদায়ক ছিল।
তবু যৌবন নিরানন্দ করেনি,
বাঁচতে চাওয়া, যে আলোয়, আমি আমরা মুখ ভাসাবো
সেই আঁধার জীবন শুরু, কাল পেরুল দিন গরিয়ে মাস,
বছর ঘুরে, বছর যায়, শুধু ক্ষুধার আশ্রয়।


ক্ষুধার সাথে অবিচ্ছেদ্য স্বপ্ন,
বার বার মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার; এই অদম্য স্পৃহা ফেরায় পথে
তবু আমাকে মরতে হল কেন? বলবে ভাগ্যের লিখন!
তাহলে দুর্ভাগ্য তাবর ক্ষুধা সব সর্বনাশ।
ক্ষুধার আলিঙ্গনে মৃত্যু আমার সহজাত,
চোখে জল ঢেলে!
আমাকে পোড়ানোর লেলিহান আগুন দেখেছে পৃথিবী
মানুষের জন্য মানুষ কেঁদেছে, আকাশ বাতাসে গন্ধ ঢেকেছে
মিছে বাঁচার স্বপ্ন আকাশ নীলে, নক্ষত্র মেলায় মিলেমিশে একাকার।


১৩, অগ্রহায়ণ/ হেমন্তকাল।