পোড়া স্বপ্ন


পিছনের সেই পোড়া স্বপ্নই না কি সব যন্ত্রণার আকড়?
বেড়ে উঠার ধাপে ধাপে, স্বপ্ন তার পিছে ছুটে
সমতল পথ বল, আর এবরো থেবরো পথ বল!
স্বপ্ন তার স্থিতি বজায় রেখে বেশ চলে নৈশব্দে।


স্বপ্ন ভাসায় ভালোবাসায় প্রেম বিরহ উত্থলি
বিমর্ষ চাঁদ হয়ে উঠে, জোছনা নানা বিধ উপমায়
কবিতায় জুড়ে মায়ার টান, স্বপ্নের আলোয় বিথীকা
স্বপ্ন তার মরিচীকায় আলোয় আলেয়া ভাস্মর।
এমনি কালের হোচট বক্ষে লয়ে তীব্র দহন
জ্বলিতে জ্বলিতে আস্তরণ, বিবেক মন অবাক্ষ্য ক্ষতে
যন্ত্রণা দহে রক্ত ঝরে, পোড়া স্বপ্ন চিতায় পুড়ে বারং বার
ক্ষয়িঞ্চুকালে বিবেক পোড়া গন্ধ ছুটে বৈধব্যের।


সেই তো বেশ ছিল,
সূর্যাস্তের লাল বর্ণ আস্তরণে ঢাকে! হেমন্তনের সুবর্ণ আকাশ
পোড়া স্বপ্ন জোড়া ঘুড়ি উড়ে উর্দ্ধ গগনে।


১৪২৩/১৭, অগ্রহায়ণ/ হেমন্তকাল।