পার্কে বসার বেঞ্চটি


পার্কে বসার বেঞ্চটি,
উম্মুক্ত আজ! খোলা আকাশের নিচে।
দ্বিতল মেঘের চাতালে
উড়ে ঐ শঙ্খচিল মগ্নতা নিয়ে।


কত জন বসে, সকাল বিকেল
বিরহী পথিক জিরয়! ঘাসের পোকা ঠোঁটে
শালিক যুগোল অপরাহ্নের গল্প আঁটে।
সেঁটে থাকে,
পথিক সজ্জন!
কত কাল হয় না দেখা?
যদি এমনি উন্মুখ ভরসা; আচমকা বৃষ্টির মতো
সমুখে দ্বিধাহীন চেয়ে চেয়ে ভেজা।


ছুঁয়ে ছিল বলে স্মৃতি
বিলাসি গপ্পে ভরা বুক, এতটুকুই সম্বল পথিকের
আর যত সব যাপিত কালের বিড়ম্বনা;
পার্কের বেঞ্চিতেই কিঞ্চিত ফিরে দেখা।


১৪২৩/২১, অগ্রহায়ণ/হেমন্তকাল।