শহরের পিচঢালা পথ!


ফুটপাতে হাঁটতে,
পাদুকার ছন্দে বিভর
শহরের পিচঢালা পথ!
না না পদের,
পাদুকার না না ঝংকার!
যেন রণের;
মার্চ মার্চ আওয়াজে মুখোরিত।


কারো ছুটে চলা, পেটে ভাত সই
দৈন্য দশা ঘুচাবার!
কারো ছুটে চলা, প্রসার পতিপত্তি
বৈভব বিত্তে মগ্ন!
কারো ছুটে চলা, স্বপ্নঘোরে
খোলা আকাশ নিচে অপার সম্ভবনায়
বিতকামে কুস্তরি নেশায় মাতে;
ডুবে গেছে চাঁদ,
বেহুলার সিঁথানে সর্বনাশ শীৎকার
ফুটপাতের ধুলায় লুটায়
বিরহী শিশির ফোঁটা।


১৪২৩/২২, অগ্রহায়ণ/হেমন্তকাল।