একাত্তর এসেছিল বলে,


একাত্তর এসেছিল বলে,
লক্ষ শহীদের রক্তের দানে কেনা স্বাধীনতা। বাংলার শহীদ জননীর মুখ আজ উৎভাসিত পৃথিবীজুড়ে। যুদ্ধের নয় মাস। রক্ত ক্ষরণে জ্যামিতিক হার মানায় আজও। বাংলার প্রতিটি মৃত্তিকা কোণায় মিশে আছে, শহীদের রক্ত, হার, মজ্জা।


একাত্তর এসেছিল বলে,
এখনো কবিতা গল্প গানে স্বপ্ন দেখি। মুখোশের আঁড়ালে, মুখ ঢাকা প্রেত্মাদের মুখোশ উম্মোচিত হয়। কৃষকের আইল পথে পতাকার মিছিল যায়। অজস্র সম্ভবনার দুয়ার খোলা। রং লেগেছ তাই খোলা আকাশ জুড়ে বিজয়ের মাস।


একাত্তর এসেছিল বলে,
ফড়িং ডানায় হেমন্তে আজ মুক্ত আকাশ। রং মাখা প্রজাপ্রতির ঝাঁক, বাংলার সোদা মাটির গন্ধ শুকে শুকে বেড়ায়। বর্বর মৌনতা ঝুলে, শহীদের রক্তমাখা আহাজারি সফেদ কফিনে। সজ্জন আত্মজা কষ্ট বুকে শ্রদ্ধায় দো'য়া মাঙ্গে।


১৪২৩/২৭, অগ্রহায়ণ/ হেমন্তকাল।