মন যাতনায় পোড়ায় অহর্নিশি


বার বার পিছনে দেখা।
রংধুনু মুছে যাবে বলে। ফিরে দেখতে মন চায় অথচ পিছন পথে হাঁটতে বড়ই অনিহা। থমকে দাঁড়িয়ে যেতে হয়। কেন জানি? ও পথে হাঁটতে বাড়ন! মূল্যহিন মনে হয়।


না কি ফিরে পাবার কিছু নেই বলেই?
হয়তো এমন; এমনি দেখতে, ফিরে ফিরে চায় মন। ঐ রঙধুনুর রুপের মোহ যেন। বুকের ছাতিতে চিন চিনে ব্যাথা। এটাই কি অতীত কাহন। যার সাথে জীবনের হিসেব কষা।


ঐ পথ শুধুই পাদুকার চিহ্নে,
সেই একই যাতনা সয়। এখনও পথ মাড়ায় কত শত জন। যাওয়া হয় না তো কি হয়েছে? মন যাতনায় পোড়ায় অহর্নিশি। ঐ পথের ধুলো এখনো! মুখ টিপে টিপ্পনী কাটে, হাওয়ায় উড়ে।


১৪২৩/১৯ পৌষ/শীতকাল।