হাঁটার প্রত্যয়


চাঁদ মামাকে ডেকে ডেকে,
আকুল হয়েছিলে একদিন; সোনামুনির কপালে
হাত ছুঁয়ে টিপ দিয়েছিলে সেদিন।


কত কথার মালা গেঁথে?
তোমার বোল দিয়েছিলে মুখে; আদর ভরা গালে
রংধনু রাঙা চুমার চিহ্ন ভাসে।


আধো আধো বোলে,
তোমারই নাম আচমকা জুঁপে জুঁপে; টলমোলানো পায়ে
হাঁটার প্রত্যয় গড়িছি সেই কবে?


সেই থেকে জুঁজুঁর ভয়,
পালিয়েছে সমুখ হতে; আঙ্গুল ধরে শিখিয়েছিলে
পাদুকা জড়িয়ে চলতে পথে হুচট খেতে।


১৪২৩/২৫, পৌষ/ শীতকাল।