ভোরের কুয়াশা ফেটে আলোর রেখা ফুটে


উনুনের খড়ের চাল,
শিশিরে ভিজেছে; কুয়াশায় ঢাকা সজনে তলা
পৌষের শীত ঢেকেছে আরো নীল অম্বড়।
আবছা কুয়াশায়,
চুনে গা মাখা চালকুমড়া; শিশিরে স্যাঁতস্যাঁতে
যবুথবু জারে কাঁপছে গা।


সিমের ধুলো মাখা মাছায়,
বেগুনের ফুলের কানপাশা দুলে; উড়ে উড়ে প্রজাপতিটা
পাখায় তার মাকড়ষার জালের জট।
কুয়াশা ঠেলে উড়ে গেল,
ঐ বাদুর বাহাদুর কলার মোচা চুষে; পেয়ার চিবানো বিচি
উঠান জুড়ে গড়াগড়ি যায়।


ভোরের কুয়াশা ফেটে আলোর রেখা ফুটে
তির তির করে কাঁপা জলের মৃদ ঢেউ; জলমাকড়ষা ছুটে যায়
পদ্মপাতা ডুবেছে জলের ঢেউয়ে।


২৯, পৌষ/শীতকাল/১৪২৩