আর ফিরল কই?


আর ফিরল কই?
শঙ্খচিল!
মাথাকে পেন্ডুলামের মতো ঘুরিয়ে ফিরিয়ে
দিক বিদিকে খোঁজা কত কত বার?
উড়তে উড়তে সীমানা ছাড়িয়েছে বোদ হয়
চোখের আঁড়ালে;
অনেক অনেক দূর।


পৃথিবীতে রয়ে গেছে তারই
কিন্নর ধ্বনী!
কথা ছিল,আসবে ফিরে উড়বার বাসনা টুটে গেলে
স্বাদ ছিল, ভালোবাসায় জুটবে আবার
কালের মহাত্ম পুঁজে যদি প্রেম মিলে পিছে
হরিদাসির পায়ে ছাপ আঁকে;
সাঁঝ আঁধার পথের ধুলোয়।


১২, মাঘ/১৪২৩,শীতকাল।