স্বচ্ছ জলে জলছবি অহমিকা


       আজ দ্যাখো,
    দিগন্তের ঐ পাড়ে,
হাট বসেছে অতীত ঘরোনার সাজ!
পিছনের যত মিলিয়ে যাওয়া,
যাপিত কালের রম্য রসের মেলা।


       সুখ বিরহে,
    খসে পড়া খন্ড প্রতাপ
আঙ্গুল তুলে ডেকে ডেকে কয়;
আয়রে তোরা সুজন সখা
নিরিবিলিতে বসে আড্ডা মোহ খেলা।


         ঘুরে ফিরে,
      কত অবয়ব সমুখে?
সাবান জলের ধুঁয়ার বেলুন উড়ায়!
ভাবনার আগল খোলা ছোট ছোট করে;
উঠছে ভেসে, স্বচ্ছ জলে জলছবি অহমিকা।


     ১৫, মাঘ/১৪২৩/শীতকাল।