চন্দ্রাবতীর পদ্য বুনুনে


যত কথা ঐ আকাশে!
লুকিয়ে রয় নক্ষত্রের খাঁজে খাঁজে
চুপি চুপি, চন্দ্রাবতীর পদ্য বুনুনে।


গ্রহন লাগা রাতে যদি!
স্বপ্নগুলো সব  যায় পালিয়ে বনে
একলা রাত; শূণ্যে হাত পেতে
দাড়িয়ে রয় পৃথিবীর সিঁথানে।


অমোঘ নেশার ভ্রম টুটে যায়
আমলকির বনে বাতাসের গানে।
শিশির চুঁইয়ে জল গড়িয়ে পরে
এ কোন বিষাদ যাতনা?


১৪২৩/১৭,মাঘ/শীতকাল।