বিবর্তন বীজে অঙ্কুরোদগম


বিবর্তন বীজে অঙ্কুরোদগম
প্রথম যে বীজ মৃক্তিকা কোলে নিয়েছিল ঠাঁই
না কি মৃত্তিকা দিয়ে ছিল আশ্রয়?
সেও তো কালের বিবর্তন; মৃত্তিকায় পরেছে চাঁপা
সেই বীজেই
যুগে যুগে কালে কালে
শস্য মগ্নতা পৃথিবী জুড়ে
আহার সমগ্র; ভয়াল যুদ্ধ বিগ্রহ
খরা, অনাহার! আহার দ্রোহ যুগে যুগে
বৃত্তের সীমায় যেন বার বার ফিরে আসার
এ এক নন্দন খেলা।
====


কত শত কাল


সেই নন্দন খেলায়
আমরা কি সহযাত্রি ছিলাম কখনো?
খাবার শেখা! কোন কোন ফসল আহারয্য!
তা চিনতে কত শত বছর লেগেছে?
তেমনি পথ চেনা, বাড়ন্ত শরীরকে চেনা
ক্ষুধাকে চেনা, প্রকৃতির সবকিছুকে চেনা।
মায়ার আঁচল পাতা অনুভবে কত শত কাল লেগেছে?
যে টানে আবেগ ভালোবাসা
দ্রোহ ঝঞ্ঝা সবলের পরিচয় পেতে
কত শত কালে লেগেছ?
====


ক্ষুধার আশ্চয্য এক প্রদাহ


কত শত কালে পৃথিবীতে?
বেঁচে থাকার জন্য লড়াই
সতন্ত্র মানব পর্ব পেয়েছি আমরা!
পিতামহ প্রপিতামহ করেছে; দ্রোহ
যুগে যুগে মানব গুষ্টির
সদ্য গোত্র প্রবাহ।
কত শত কাল পরে পেয়েছি গোত্র?
দলে শিকার ধরা, মাছ ধরা, বনে বনে
খাবার সংগ্রহ!
নোনা জল, মিঠা জল চেনা।
আগুন প্রত্যয় আঁধার কোলে
হানাহানি লুটতরাজ এ তো যুগের প্রত্যয়
ক্ষুধার আশ্চয্য এক প্রদাহ।
====


ক্ষুধার প্রদাহ


ক্ষুধার প্রদাহ!
পুড়িয়ে ছিল মানব সহ প্রাণীকূল
গুহাবাস;
নির্মহ এক আশ্রয় তা শিখেছিল
প্রাণী চতুরা।
সবে স্বপ্ন আনাগুনা মেঘ বৃষ্টি চেনা
জলে ভেজা রৌদ্র আশ্রয় খুঁজে খুঁজে
জলপাতা গুলে মাদকতা ঝরে
বেলা উঠে বেলা ডুবে
সূর্য দিনে; রাতে চাঁদ
চমকাবার বিষয় বটে!
কত শত বছর লেগেছিল?
চেনার এই পারাবার।
=====


সদা সহবোধ


ক্ষুধার তাড়নায়
চিনতেই হত!
কে চেনাল? না কি ঠেকে ঠেকে
প্রাণীকূল চতুর বলে;
কত কত কাল লেগেছে?
তা বংশ পরম্পরায় ধরে রাখতে!
তাহলে প্র-পিতামহ বংশ পরম্পরায়
শিক্ষা গুরু ছিল বটে;
ক্ষুধার অনির্বান জাতগুলো
জানতে, বুঝতে;
বীজ বপনে!
সদা সহবোধ দায়ি ছিল।
জেনে ছিল;
পাতা ঝরার মর্মকথা
চেনে ছিল;
দক্ষিণা বাতাস কেমন
উত্তরের ঠান্ডা বাতাস
=====


নন্দন বীজ চাষ


দেখে দেখে যে চেনা
তা তো প্রতিটি প্রাণীর সাথে
সেঁটে ছিল আমরন;
তাই তো কালে কালে
গুহাবাস ছেরে;
নন্দন বীজ চাষ!
মাটিখুঁরে এলো মেলো ঝুমচাষ
তবেই না স্বস্থি মিলে!
খাবার শিকারের;
কত কত কাল পরে?
মানবকূলের গোত্র বিস্তার,
জীবন যাপনে;
মোহ, সম্ভ্রম, যানান দেয়
যানান দেয় আরও
মানবীয়, অস্তিত্ব।
=====


বংশ নিরিক্ষায়


সভ্য অসভ্য এর ভেদ বুঝতে
কত শত কাল লেগেছে?
এই পৃথিবীতে!
পাহার, সমতল
পথ খুঁজতে দিক চিনতে
মানুষের কত কত কাল লেগেছে?
এদিক ওদিক
উপর নিচ করতে করতে;
জাত চেনায়
চিনে ছিল বোধ হয় সবই
বংশ নিরিক্ষায়;
কত শত কাল লেগেছিল?
ঋতু ভেদে
কি কোন ছক এঁকে ছিল?
জীবন বোধ বুঝতে
লেগে ছিল কত শত কাল।
======


আজ ৩০ ফাল্গুন ১৪২৩