সপ্তক-০৪


বসন্তের মাতাল হাওয়া


ধরেছি তারে। ঝুলবাড়ান্দায় একলা পেয়ে। বসন্ত বেলা। তাই তো সুবোধ প্রেমের রং ছড়ায় একলা একলা। শহর ভুঁজে, সারি সারি গহনা ইট সুরকির উঁচু উঁচু দালান চোখে পরে।


আরও চোখে পরে একচিলতে মেঘ যেন খুব ম্রিয়মান, অভিমানে লুকিয়ে যায় চুপি চুপি ভেসে। তারে ধরে রাখতে পারেনি আকাশ; নীল দম্ভ আলোর মরিচিকায় সব ভুলে যায় নিমেষই। কদাচিত বর্ণের স্মৃতিমাখা কুন্ডলি শরীর ছুঁইয়ে যায়; বসন্তের মাতাল হাওয়া।
====


স্বচ্ছ জলে এক টুকরো জলছবি


দিয়ে ছিল সে,
কালের অঙ্গ ঢেকে; চুপি চুপি
স্বচ্ছ জলে এক টুকরো জলছবি।


সেই থেকে জলে ডুবি
জলে ভাসি;
অতলান্তিকের তল বেয়ে
গভিরে যাই আরও গভিরে
তল অতল তলে খুঁজিবারে
মক্ত মাণিক্য যত ছিল তার
সৌর্ন্দয্যের বৈভব।
=====


নিয়তির ছকটা কেমন!


জানা তো হল না কিছুই, অগনিত সময় কাল ফুড়িয়ে
হেলায় টুংটাং বাজিয়ে
কত প্রহর কেটেছে নির্লপ্ত;
কথা কাজের ছিল না দিশা বলেই, এমন ঘূর্ণিপাকে
চক্রাকারে ঘুরা প্রতহ
সবে তো যাচ্ছে সময়;
কহুক তলে কহুক শোনায় গান, অন্তরিক্ষের প্রতিক্ষায়
মিলছে তো, মিলে না
দোহন কালের এ কোন দ্রোহ;


সোনালী রৌদ্র কি নিয়তির বলয় আঁকে? কেমন তর ছকটা
যায় আসে দিনমান
সুখ দুঃখের খেলা খেলায়;
=====


চপল হাওয়া


যুগে যুগে,
হাওয়া তার ছক এঁকেছে
কথায় বলে,
তার পথ সুগোম।


তবু মেঘ,
তার পথে আগল আঁটে
দুর্গম পাহার সাজায়;
তারে উড়িয়ে ফুতকারে
দ্রোহে গগন বিদারি গর্জনে
ফেটে পরে,
মর্ত্তের বাটে!


সে তো খুঁজেনি কখনো?
দেখেছে কি চোখ মেলে?
না কি তার বয়ে চলাই দ্রোহ মাধুর্য্য?
তারে বিনে বাঁচিনা যে কেহ
চপল হাওয়া, মর্ম তার গানে।
=====


চেয়েও না আমায়


চেয়েও না আমায়,
নিঃস্ব বীনায় সুর অরন্যে হাওয়ায় মিলায়।


পথে পথে যে নিঃস্ব ধুলীকণা
সুবোধ যাতনা সয়ে সয়ে
তার কাল পেরুলো
বিলিন হতে!
ক্ষয়ে ক্ষয়ে শুন্যের কোটায়
তবু সে পথ ছাড়েনি মোটেই!
যাপতি কাল সয়ে
শুন্যে ঐ উতল হাওয়ায় উড়ে যায়
নিবিড় আহল্লাদে!
অবোধ সময় টিক যায় ফুরিয়ে
শুধু ক্ষয়ে যেতে যেতে যাপিত কাল
মহাশুন্যে আশ্রয় খোঁজে।
=====


এই তো সে দিন


সেদিন; এই তো সে দিন। ক্ষয়ে গেছে কয়েক টা যুগ। নিবির গাঁথুনিতে মোটেই খসে পড়েনি। তাই তো খোলা জানলার হাওয়া সেই একই রকম। স্বাদ বর্ণহিন। তয় শিহরনে আদিক্ষেতা মনে হয়। যদি আঁজলা ভরা জলে মাছের রঙিন পোনা ভাসে। আহল্লাদ মুচকি হাসে।


এ কোন বিদ্রুপ পুরানো ইতিকথা? সর্বনাশের হাতছানি আঁকে। দিন বদলে শুধু এ কোন মমত্ত ছড়ায় মিছে!
=====


রাখব না আর


রাখব না আর
কোন ইতিহাস! গহন পাঁজরে;
মহাকালের গচ্ছিত সংগ্রহ শালার  মতো
মৃত কফিনে
আবির ঢেলে! মৃত্তিকা সহোদর পেতে;
আজীবনের মতো
কার এত দায় ভার
নিয়ে কাদে! ডুবে ডুবে তল খুঁজবার
প্রত্যয় মিছে ডাকে


ডুব সাঁতারে আর কত লুকিয়ে রবে লীন হয়ে
তুবও ফিরে আর চিন চিনে যাতনা
বুকের পাঁজর ধরে।
======
‌আজ ৫ চৈত্র ১৪২৩/বসন্তকাল।