________মগ্নতা


কবিতার সতরঞ্জির রং খেলা আজ
বিরান; মাত্রা নেই বর্ণ যা আছে তাও দাঁতভাঙ্গা!


চুপসে গেছে আলো যতটুকু ছিল, তাও টিমটিমে
পিলসুজের সোলতে যেন;
বাতাসের টানাপড়েন দম যায় যায়
হরিৎ বর্ণ যাপিত জীবন।
পাতা বাহারের ঝরে পড়া হলুদ পত্র এই হেমন্তে
কাঁদো কাঁদো পলি জলের মগ্নতা
পরম মমতায় আশ্রয় খুঁজে।


মগ্নতা, ক্ষয়ে যায় সংকটের মহা প্রলয়
ক্রান্তি কাল বিষন্ন তবুও হেমন্ত ফিরেছে তার সুশীতল আশ্রয়
কবিতারা আধো কাঁদা জলে হেঁটে বেড়ায়;
হাঁটু জলে সাদা বকে মতো।


সোদা মাটির গন্ধ ছড়িয়ে হেমন্ত ফিরেছে, ফিরেছ নিঃস্তবতা,
নিঃসরণ; পাতি হাঁসের উড়ে যাওয়া পালকের ছায়া প্রলাপ।
সেই ছায়ার আবরণে আমার কবিতা
গুটিসুটি হয়ে শীত প্রদাহের প্রহর গুনে।


আজ ৫ অগ্রহায়ণ ১৪২৯