_______প্রণামী সুবর্ণ রেখা


দেখতে দেখতে যায় বেলা
জনম ভর দেখার পালা; সমুখে দূরে উপড়ে নিচে
আড়ালে আবডালে কতই না দেখলুম?
বেশুমার প্রকৃতির সুবর্ণ অন্তরা।


দেখা শোনার মহারথির কালে
কতই না রইল বাঁকি ফাঁকে, সমুখে দূরে অনামা মোহনায়
রইল চোখের আড়ালে।
দেখা শোনার এমনি যাপিত কালে
জীবন ধরে বসে; থমকে দাঁড়ায় সমুখে এবার
ঐ দেখাতে আত্মস্থ হলে,
যাপিত কাল স্থিতি পায়; হলো তো ব্যাপক
আর কত দেখবি? পুরানা তে নেতিয়ে পড়
জলের মতো করে, কই রইল না তো আর
স্থিতিস্থাপক?
মিলিয়ে মিশিয়ে একাকার জন্মকাল


এবার তবে নিষিদ্ধ কাল
আঁধারে খুঁজতে হবে দেখার যত বর্ষা মঙ্গল
তবেই না মিলবে না দেখার
প্রণামী সুবর্ণ রেখা।


১৪২৭/শরৎ কাল/ আশ্বিন।