---------বৃষ্টির ঝঙ্কার


শৈশব সাথে নিয়ে
বৃষ্টির ঝঙ্কার; অনুমেয় আকাশ জানে
ঝর ঝর বৃষ্টির ফুরিয়ে যাবার যাতনা,
কান্না ধরে রাখে প্রত্যাশার।


শৈশব খরায় জেগে উঠে; আষাঢ় ঢল
মর্ম বেদনার পেয়ালা চুইয়ে পরে
অজস্র বিদ্রোহ অভিমান।
তোমাকে একলা করে
শৈশব কবে গেছে পালিয়ে?
কত দিন কার্নিসে দাঁড়িয়ে অভিমান?
তোমাকে ছুঁয়ে দেয় বৃষ্টির পরশ!


বৃষ্টির ঝঙ্কারে! শৈশব নড়ে উঠে
কত কথা তার সাথে;
মৃত্তিকা ভিজে লবণাক্ত দূরান্ত শৈশব
বৃষ্টিতে মগ্ন মাদকতার মায়া ভেসে যায়।


১৪২৬/ আষাঢ়/ বর্ষাকাল।