মুক্তির দোটানা


____মুক্তির দোটানা
মুক্তির দোটানা
সব সময় মন পুড়ে
মনের দ্রোহে ছেঁড়া হৃদয় ছোপ ছোপ রক্তের ক্ষত
মন আর হৃদয় পড়শী যে
নন্দন রুপে রয়।
মন পোড়া আবার
হৃদয় পোড়া তার একই চিতা
শরীর দ্রোহে বিদ্রোহ দুজন দুদিক ছন্নছাড়া বিদিশা
শীতে ঝরে পড়া নাঙা গাছ যে
ফিরবে বলে বাঁচে।


এ কি তব সহবাস?
প্রাণের লয় স্বাধিতে স্বাধিতে
শরীর তাই নস্বর অতি ঠুনকো পাতার জল
আত্মা নিয়ে সদা চলাচল
পরম আত্মা হইব যখন পর।


______স্বপ্ন দেখে বাঁচা
কোন পথে যে হাঁটি?
পৃথিবীর রঙশালায় জ্যামিতিক পথের নেশা
কোন পথ যে সঠিক সুবোধ?
পাই না খুঁজে দিশা।
লোভ লালোসায় পিত্তি জ্বালা
স্বপ্ন নেশায় ছুটে চলা দিক হতে দিগন্ত পাড়ে
পেটের ক্ষুধায় বড়ই জ্বালা
আদি অন্ত নেই জানা।


মানুষ হতে মানুষ যাপন
মানুষ খেকোর সংখ্যা তেমন প্রাণ হতে প্রাণান্তর
হাত বদলে দেশান্তর স্বপ্ন কেনা বেচা
তারপরও যে ক্ষুধায় পোড়া
স্বপ্ন দেখে বাঁচা।


১৪২৪/২ অগ্রহায়ণ/হেমন্তকাল।