প্রতিদ্বন্দ্বী


______তুমি আমার প্রতিদ্বন্দ্বী
তুমি আমার প্রতিদ্বন্দ্বী
প্রতিযোগীও ছিলে বটে; কি সে তা বুঝতে সময় গেল টেনে?
অবশেষ তা অভিমানে মিটে গেল।


অভিমানেই যদি চুপসে যাবে
বিড়ালের গলায় ঘন্টা বাজে লাজে; শুধু শুধু বাহানা এমনি
এমন দ্বন্দ্ব দাঁড় করালে প্রতিযোগীর বেশে।


তুমি না কি ছিলে প্রেমের প্রতিযোগী?
প্রেম দ্বন্দ্বে ভালোবাসার প্রতিদ্বন্দ্বী বনে গেলে; দম্ভ আর অহমিকা
প্রেম তোমার নিঃশেষ করে ছাড়ল।


___অভিমান প্রত্যাশার
বাবলার ডালে কুচি কুচি পাতা ধূসর রঙা
ঝিরঝিরে হোওয়ায় মন্থর নেশার আবেশ
অম্ল স্বাদে ভরিয়ে দেয় ঘুঘু জোড়ার খুনসুটি
তিলত্তমা প্রেম যেন উচ্ছ্বলে পরে অবনীর পরে
যৌবনে পরেছিল বিষন্নদাগ, বিরহী ছায়া
আগলে রাখা আলো আঁধারে
অথচ তোমার অভিমান দৃশ্যমান অবয়ব
ছায়া বেশে এখন মেঘের কার্নিশে;
দৈত রুপে অবগাহন করে; অভিমান প্রত্যাশার


_______যাপিত বিড়ম্বনা
প্রতিযোগী প্রেম চাওয়া। এরা তো বিশ্ব বেহায়া। বিড়ালের কান ধরার মতো। আবার একই অবস্থায় ফিরে, ভাটায় বিষন্ন মুখ মাঝির। জোয়ারে আবার ফিরে ঢেউ উচ্ছ্বলতা। প্রেম স্বপ্ন যেন সুবোধ সাজ। অথচ দেখ, তোমার অভিমান। প্রেম প্রতিযোগী হয়ে ফিরে গেল। চাওয়ার একি বিষস্ময় অহমিকা? চিতায় পোড়া। যন্ত্রণার কালসিটে ধোঁয়া উড়ে। যাপিত বিড়ম্বনা। না বলার অস্তিত্বে বাঁচে।


১৪২৪/১৩ অগ্রহায়ণ/হেমন্তকাল।