______ঘ্রাণ মোহ


বোধ বুদ্ধির আগল! পথিক সেই লবঙ্গ বনে ঢুকে
মোরা পাতার বাতাস সোরগোল; লবঙ্গ বন যেন ত্রাহি ত্রাহি করে
বুক কেঁপে উঠে পথিকের ও!
মেষক অম্বর সাথে লবঙ্গ ঘ্রাণ
পথিক দিশায় এ কোন নন্দন মোহ?


বোধ বুদ্ধির খেই হারায়, বেবস শরীর নিমজ্জিত হয়
পিঁপড়া ঢিবির মৃত্তিকায় ঢাকে।
লবঙ্গ বনে পথের নিশানা নেই,
নেই চপলতার দূর্বা ঘাসও; নেই উঁচু উঁচু গাছ পালাও
শুধু বন জুড়ে ঘ্রাণ মোহ দাঁড়িয়ে থাকে
মরুভূমির মরীচিকার মতো


বোধ ফিরে পথিকের; শরীর ঝেড়ে উঠে পরে
আচমকা প্রাণ যেন ফিরে আসে
বোধের আগল বার বার বেবস বুনে যায়
ভাবনার পাতা নড়ে উঠে; লবঙ্গ বনে ঢুকল কেন?
কি সে  মোহ? পথিক বোধের  হকিকত ভুলায়
পরবাস, মৃত্তিকা জীবন বার বার নেশায় ডুবায়
সেই মোহে বাঁচার সুখ ভুলে;
পথিক এবার ঘ্রাণ মোহ এর জ্যামিতিক জালে
বৃত্তের দোলা চল,,,


আষাঢ়/১৮/১৪২৭,,,,,,,,,,,