______হারিয়ে যাওয়া দেখা আর ফিরে না


কথা যে তার সর্বজনীন
নিছক গেয়ে উঠা গানের পাখি; যে গান দু'রকম হতে পারে
সুখ কষ্ট এ প্রতীয়মান দিশায় রসিক বেরসিক
খটকা আচমকা।


কাজের মর্ম দেনায়,
জীবন বাঁচে সদা হরষে নয় বিষন্নতা। কর্ম পারাবার ঐ যে
সময় কাল গুনে গুনে ক্ষুধার ঐহিক পথ চলতে চলতে
নিরন্নতায় পেয়ে বসে; নিরন্তর যাত্রা, সুচনা কর্ম দিয়ে
হতাশার পাথর ছুড়ে ব্যাঘ্র গর্জনে চেতন  ফিরে।


সময় আর কালের হাত ধরে
প্রেম ভালোবাসা ফিরে কথা আর কর্মের ফাঁক ফোকড়ে
চেতনায় দিশায় সুমন্ত হরষে, কিংবা আচমকা
পথে হলো দ্যাখা; হারিয়ে যাওয়া দেখা আর ফিরে না
দক্ষিণা হাওয়ায় ঘাস ফুল কাপে
সন্ধ্যা আলোর মোহনায়।


১৪২৯/জ্যৈষ্ঠ/ গ্রীষ্মকাল।