---মৃত্তিকা সোপান


আধেক পথ
যেতেই পথিকের
মৃত্যু এলে পথেই
পথের ধুলা,
সর্বনাশের আলপনা আঁকে
বিন্দু বিন্দু দানা খসে পড়ে ঘাসে;


মৃত্তিকা সোপান
রুদ্র রসে মজে
অগ্নি জল মিলে এ কোন দ্রোহ বুনে?


সোদা পুঁজিতে তারে
সময় না মিলে;
দেখিতে দেখিতে
বেলা যায় ক্ষয়ে
পথিক বলে একটু জিরই
পা যে চলে না মোটেই।


শরতকাল/ আশ্বিন