____কতক যাতনা


রাখলে না, সে দিনের সেই কথা
পালিয়ে গেলে সদা চরাচরে এমন ফাগুনের, বসন্ত ছেড়ে
পলাশ মরমে ধুলায় ধুলি সম বেদনায় নিঃস্ব হয়
কতক যাতনা।


শয়নে
স্বপ্নে
যাতনায়; মিশে গো, বিরহ
কদচিত ফুলে ভ্রমর গুঞ্জনে
মিথ কাব্য গেয়ে উঠে বায়ুসনে গান
হরেক বেশভূষা
চমকিত চমোকিয়া
বসন্ত বায়ু খেলে যায় হরষে
খিল খেলিয়া।


বসন্ত/চৈত্র/১৪২৮