------বসন্ত রাঙা মোহ


চৈত্রের পাতা ঝরা সাঁঝ
নিঃসঙ্গ আকাশে
রৌদ্র প্রতাপ!
খরায় কনকনে তৃঞ্চা
মনন তেজে
পোড়ায় বার বার;


ক্ষয়িষ্ণু কাল
বসন্ত রাঙা মোহ
জানান দেয়
সোনালু ফুলে
রৌদ্র পোড়া চকচকে মোহ
অম্ল স্বাদে; চেখে চেখে যায়
ঐ কালো ঠোঁটের কাক;


তৃঞ্চায় যায়
তৃঞ্চায় ফিরে
বিমুখ বিবর্ণ চাহনিতে
ঐ দূরে বসন্ত মেঘ
অনাহারী আকাশ ছুঁয়ে রয়।


১৪২৫/চৈত্র/ বসন্তকাল