---সাঁঝ নৈবেদ্য ছড়িয়ে রং


অপেক্ষার প্রহর ফুরাল যখন
ছড়িয়েছে সাঁঝ লালিমা; আগন্তকের দ্রুত পায়ে হাঁটা
পথের নিশানা টিপে টিপে!


সাদা মেঘ উন্মুখ তার সাদা শরীর জুড়ে
সাত রং এর দোলা চলে; সাঁঝ নৈবেদ্য ছড়িয়ে রং
সে কি ফিরে ছিল আশ্বিনের শেষ বেলায়?
প্রণামী ঐ পথের বাঁকে; দূর হতে আঁধার ঢেকে আসে


হ্যামিলনের বাঁশি বাজে ঐ দিগন্ত পাড়ে
আকাশ নীলের পাঁজর ফুঁড়ে উঠে; অপূর্ণা সুখ তারা হেঁসে
শালিকের ঝাঁক খুনসূঁটিতে মাতে সাঁঝ আঁধারে
সন্ধ্যাবতীর চারপাশ; সাঁঝ ধুঁয়ায় মগ্নতার ঘ্রাণ


বায়ু খরা গাছের পাতা নড়ে না
সবাই উন্মুখ লালিমা ছুঁয়ে; ডাহুক ডাহুকী বেড়িয়ে পড়ে
নলখাগড়ার ঝোপ হতে!


১৪২৫/ আশ্বিন/ শরতকাল।