______আকাশ পানে নক্ষত্র খেলা


হেঁটেছি কত?
শিশির ভেজা আইল পথে
হেমন্তের কুয়াশায় মাখা ভোর; হাত ঠোট কাঁপা উচ্ছ্বাসে
রসের হাড়ি নামায় গাছি
কাচা রস টলটলে কাচের গ্লাসে,ধুয়া উড়ে কুয়াশায়
মৌনতার শীতল পানে; যেন অমৃত সুধা রসে
আম্বাড় সুখ এমনি হেমন্ত
বার বার ফিরে আসে।


হেমন্তের বিনীত প্রভায়, শীতের গহন লাগা
উত্তরের ক্ষেপ ছুঁয়ে দেয় দোল; তোমার বারান্দার কার্নিশে
জটলা চুড়ই দলের খুনসুটি তে মাতে ভোর সাঁঝে।
কবিতার বুননে
ওম যতটুকু তা, তোমারই গচ্ছিত অবসর
তোমার তোমাতেই কেটে যায় বেলা;
কত কাল হবে বলতো?
আকাশ পানে নক্ষত্র খেলা।


১৪২৭/ হেমন্তকাল/ অগ্রহায়ণ।