_____আড়ম্বর জোনাকির সাজ


প্রেমের না কি সময় ভারি?
যৌবন কালে সাজে, সেথায় তখন বীজ বুনে যে
সর্বনাশে নাকাল;
উচাটন চঞ্চল ভারি কলঙ্ক দাগ লাগে
সব সয়ে গোল বাধে যে স্রোতের তরে ছুটে
অমানিশায় বিরহ কেঁদে কেঁদে ফিরে।


ডাক দিয়ে যায় ঐ হেমন্তের কাক
কুয়াশার আঁধারে মিলিয়ে যায়, দিকভ্রান্ত পথিকের মতো
কত কাল পড়ে তার তরে দেখা?
হে প্রত্যয়ী, সজনে ডালে বসে কি সুখে তিলা ঘুঘু টা?


এমনি করে ক্ষ্যাপা নন্দন কাল ফুরালো যবে
অনন্ত পথের দিকে চেয়ে চেয়ে;
হেমন্তের কার্নিশে জমে শিশির ফোটা আধো বলে সাঁঝ নামে
তোমার পথের বিরহ; আড়ম্বর জোনাকির সাজ।


১৪২৭/ হেমন্তকাল/অগ্রহায়ণ।