_______আচমকা প্রেম


একদিন সেই দিন
আরশিতে তোমার পারদ খসে পড়ে
তবুও যত্ন আত্তির কমতি নেই।


বাড়ন্ত বেলার তেজ! দিগন্ত দুরে পালিয়ে যায় চুপি চুপি
তোমার বারান্দার কার্নিশে
চুড়ই জটলা; তোমার মৌনতা টুটে যায়
আঁধিয়ার আঁচলে জলের পটলা এখন
ধোঁয়াশা মেঘের পাহাড়।


ইজি চেয়ারে ঝিমুনিতে
তুমিই বুঝি রেখেছ জেইয়ে!
আচমকা প্রেম;
অকার্সাৎ হারিয়ে গেয়েছিল যা, নক্ষত্র স্ফুলিঙ্গ সম
তা যে ফিরবার নয়। বিরহ পিঞ্জরে
শুধু মেঘের মতো জল ভরে, ফুরিয়ে যায়
নিঃস্ব হওয়ার নিমিত্ত।


১৪২৭/ভাদ্র/০২