______সদলবলে


বিরহের সলতে আগুন!
বিরহ পুড়ে ছাই; তবুও কেন উড়াইলে ছাই?
কয়লা সম জ্বলে ধুঁকি ধুঁকি মন পবনে মিলে ঠাঁই
জল ছবির মতো ঢেউ খেলে যায়, নিত‌্য
আঁচর টেনে টেনে সাঁঝ লালিমা
আচমকা রং মাখে!


সেথায় দেখি ঐ বিরহ
নন্দন রূপে দিশে হারা পলে পলে গগন জুড়ে
নিত্য খেলার তরে।


জীবনভর তারে লয়ে খেলা বেশুমার
আগুনে আগুন পোড়া বিরহ সলিল সমাধি পানে
তবুও সে রইল মনের মধ্যখানে, সদলবলে


১৪২৭/কার্তিক/ হেমন্তকাল