________সেই অপেক্ষার পালা


সেদিনের অপেক্ষার পালা শেষ হয়েছিল
কথা রাখো নাই কোন কালেই
কিন্তু সেই অপেক্ষার পালা তো আজও শেষ হয় না।


চট জলদি সময় পালটায়
ঋতু, ক্ষণ বদলে প্রকৃতির নূতনত্ব আসে
ভাটার শিতিলতায় জানান দেয় নদীর আবহমান পরিবর্তনের।
নদীর ফেনিল যৌবন
সময়ে ফুরায়।


সেই অপেক্ষার পালা!
গড়িয়ে গড়িয়ে চাঁদ বেলা আশ্বিনে সমুখে
বর্ষা পেরুলে, নাইরবতীরা ফিরেছিল তার শৈশবে
প্রেম, অপেক্ষা, বিরহ কত সুখ স্মৃতি?
বুকের ভিতরে উথালপাতাল
ক্ষয়ীঞ্চু খালের পাড়ে কাশ ফুলে বায়ু খেলে
উদাস মেঘে হারিয়ে যায়;
পালিয়ে যায়, বিরহ সুখ ঐ মেঘের চাতালে গোগনে।


কিন্তু সেই অপেক্ষার পালা
সবুজ ঘাস বিনির্মাণে লজ্জাবতী ছুঁয়েছিল বলে
অভিমানে সেও ধুলোর আড়ালে হারিয়ে গেল।


১৪২৮/আশ্বিন/শরত কাল।