ঐ যে গদ্যের মতো বিছানো


ঐ যে গদ্যের মতো বিছানো
সন্ধ্যাবতীর শরীর;
শ্রাবণ জল সিক্ততায়
তার ডগা যেন
হেলেঞ্চা দলের মৌনতা বিলায়
সন্ধ্যাবতীর ধার ঘেঁসে
কুল কুল করে বয়ে গেছে
পাশের গাও গুলো আর ধান ক্ষেতের
বুক চিরে বন্ধ্যা খাল;
শ্রাবণ এলেই খালের শরীর ভিজে উঠে
ভরে উঠে, যাপিত দ্রোহে!


জেলে পাড়া মৌ মৌ করে
রসালো গন্ধ তাজা মাছের;
খালের ধার ঘেঁসে বৌ ঝিদের
বাসন কসন মাজার_
নিত্য ঝনঝনানি।


১৪২৪/২২ শ্রাবণ/বর্ষাকাল।