---কষ্টের নীল চাঁদোয়া সন্ধ্যাবতীর গায়ে


পলিকাদায় পায়ের ছাপ আঁকে সাদা বক
কার্তিকের অমানিশায় দাঁড়িয়ে হাঁটু জলে
বিমূর্ত সাঁঝে ক্ষুধার প্রত্যয় বুঝি; ভুলেছে উড়বার বাসনা
কার্তিকে ভুঁইয়ের আইল জুড়ে; উদাম সবুজ আগাছা
কৃষকের মাড়িয়ে যাওয়া নগ্ন পায়ে বিমর্ষ
কার্তিকের বুনো কবিতারা মগ্ন নীলের সারিতে।


উদাম আকাশে উত্তরের বায়ু ঘন কুয়াশার আদল
মলিন দূর্বা ডগায় শিশিরের ছিটে ফোটা
বসে আছে কঞ্চির ডালে; লাল ঠোঁটের মাছ রাঙা
আমলকির ঝরা পাতার ডালে; এ কোন মৌনতার?
বেলা শেষে সাঁঝ লালিমায় সন্ধ্যাবতীর পথে পথে
বিরহী চিলের এ কোন বিরহী কান্না ভেসে আসে।


মাঁচায় লাউ ফুলে ফড়িং ডানা মেলে
ভ্রমর গুন গুনিয়ে বেহালার টান কার্তিকের সাঁঝে
উচাটন ডাহুক ডাহুকী; কচুরি পানায় সাঁঝ আঁধারে
কথা ছিল কার্তিকে কবিতারা; পথিকের ধুলোর পথে
নগ্ন পায়ের মিথ বুনে চলে আঁধারে
কষ্টের নীল চাঁদোয়া সন্ধ্যাবতীর গায়ে।


১৪২৫/ কার্তিক/ হেমন্তকাল।