সদা তটস্থ বাসনা রূপ


বাসনা কি নিত্য নতুন?
বাসি হয় না কখনও, আগেও যা ছিল এখনও কি তা?
মাপন টা বা কিসে অঙ্কের গুণ টেনে।
এমন অঙ্কের টানে টানে
চাওয়ার মাত্রা বাড়ে আরো, ছুটে দ্রুত লয়ে ঐ দিগন্ত ফোঁড়ে
সেথা ও চাওয়া পথে না থামে।


বাসনা আর চাওয়ার এমনি টানা টানি
কেউ ছাড়ে না কাউকে? একজন অধোমুখী তো অন্যজন ঊর্ধ্বগামী
উপর নীচ এমনি করে তাদের খেলা নিত্য চলে।


শরীর মনের কোন খানে যে?
রয় তারা আদি অন্তে; প্রাণী দেহে এমন খেলা!
খেলছে দ্যাখো ক্ষণে ক্ষণে।
চাওয়া কি বাসনা রূপে?
না কি বাসনায় চলে চাওয়ার রূপে? কেমন তাদের বেশভূষা?
কেউ জানে না কেমন সদা?


১৪২৫/ কার্তিক/ হেমন্তকাল।