সন্ধ্যাবতী এখন মিষ্টি ভারি


সন্ধ্যাবতী এখন মিষ্টি ভারি
খোলা আকাশে আঁচল উড়ায়; যেন কুয়াশার জালে
পাখির ঝাঁক এঁকে বেঁকে চলে।


উত্তরের ক্ষেপ এখন মিষ্টি মিতালী
কুয়াশার রোদনে মিলায়; কচি সজনে পাতায়
এ কোন স্বপ্ন বীণা বাজায় মনের হরষে?
পাতা ঝরা ধুলায় মিষ্টি খেয়া উড়ে
শীতল দহনে এ কোন প্রলেপ?  ম্রিয়মান আঁধারে আঁকে
যদি যাও সন্ধ্যাবতীর পথে পথে।
সন্ধ্যাবতীর খালের নন্দন পাড়
জল চুঁইয়ে পলির প্রলেপে এ কোন মিথ? মাতৃ আঁধার বোনা
ডাহুক ডাহুকীর পায়ের ছাপে খসে পড়া পালক সেঁটে রয়।


সন্ধ্যাবতীর পথে যেতে ফিরে দ্যাখো
কি অপরুপ নির্মলা মায়াময় মিষ্টি ভারি; কুয়াশার আঁধারে বিমুর্ত্য বিরহী
নন্দন বাসনা পুষে পুষে কালের পাহারায় জেগে রয়।


১৪২৪/২৫ মাঘ/শীতকাল।