_____খেলা


খেলার মাঠে খেলছি মোরা নিত্য
দেখছি খেলা খেলার মাঠে;
বায়ু মেঘে ভাসে স্বপ্ন কথা কত?
আকাশ পানে চেয়ে দ্যাখা নীলের খেলা অবিরত।
দেখছি খেলা খোলা চোখে
জনবহুল মাঠে ঘাটে হাটে বাজার গঞ্জ;
বায়ু সনে যায় ভেসে পুরান কথা কত?
চোখ বুজে ঐ দ্যাখা তেপান্তরের সবুজ মাঠে খেলা।


মাঠ পেরিয়ে নদীর পাড়ে সবুজ গাও
ঢেউ খেলানো নদীর জল করে ছলাৎছলাৎ;
বর্ষা এল ঘোলা জলে হাসের ছানা খেলে
গাছের ডালে পাখি খেলে উড়ে আকাশ পানে।


খেলছি মোরা নিত্য মাঠে ঘাটে পথে হাটে
জীবন খেলার সঙ্গ জলের ঢেউ তাইতো মাখে অঙ্গ
হাত বাড়িয়ে পথের পা ধরেছি এবার এঁটে
কেমনে খেলে পথের হাটে গুনছে বায়ু খেলে?


খেলার হিসেব যতই হয় কোষা?
ঢেউ জলের দ্বন্দ্বের মতো বাধায় ঝগড়া মেলা;
সময় আর খেলা যায় এগিয়ে পরম্পরা যেন সহোধরা
তাতে কি? চলছে খেলা অবিরাম নিত্য বসুধায়।


১৪২৯/আষাঢ়/ বর্ষাকাল।