______সন্ধ্যাবতীর সুবর্ণ সাঁঝ


পথিক জিরয়!
পথের ধারে বটতলা;


তপ্ত দিনের ভাটির বেলায়, ক্লান্ত পথিক
পদ ভারে তপ্ত ধুলোর ঘর্মাক্ত চিটচিটে তামাটে শরীর
বিবর্ণ শ্রান্ত! পথে লম্বা ছায়া ফেলে
যেন বৈদেহিক বিশীর্ণ পথের কাঞ্চনজঞ্ঘা
কালের স্বপ্ন আঁকে; পুরনো ধুলায় নতুন রূপে
বটের ঝুড়ির ছায়ার মাধুর্য বেশ মায়াবী
প্রশস্ত শিকড়ে ঠায় বসে পড়ে।


বাতাস মেপে ভাটির বেলার আস্তরণে
পথিক দিক বুঝে নেয়; কাঠির আঁচড়ে ধুলোর গায়ে
পথিক তার চিত্র বুনে!
কত কালের  বিরহ জমে ধুলো আস্তরে?
এ কি চিত্র? কঙ্কাল সম দিশায়
পথিক বুঝে নেয় মুক্তির নিশানায় বিবর্ণ মেঘমালা
হেমন্তের আকাশ জুড়ে স্বপ্ন সম্ভার সোনালী সাজ।


পথিক এবার পথের সীমানায় চোখ বুলায়
আর কত দূর? সেই সন্ধ্যাবতীর সুবর্ণ সাঁঝ;
পথিক দ্রুত ছুটে, পা, চালিয়ে পা চালিয়ে


১৪২৭/হেমন্তকাল/কার্তিক