---প্রাণে আত্মার বিলাপ বাজে


প্রাণ বিনে সতেজ শরীর, মৃত্তিকা রসে জড়
মূল্য কি বা তার? গলিত দুর্গন্ধ হয় এখনি,
মাটির শরীর মাটিতে তারে ঢেকে!
রাখবে তারে কোন পাত্রে? কেমনে যতন করে?
মোমি কোলাহলে যতই বল প্রাণ নাহি ফিরে।


প্রাণ আত্মা, প্রাণই জীব, সদা চঞ্চল উৎফুল্ল
জীব দেহে প্রাণ রূপে রয়, মৃত্যু কালে আত্মা বুনে যায়
আত্মা সে কতো পরম আত্মা আসা যাওয়ায় ধায়
মন পবনের নাও ভাসিয়ে, দেহে প্রাণ রূপে না না পদে রয়
সুখ দুঃখ হাসি কান্না না না রূপে ব্যাপ্তি সারা
হৃদয়ে যখন রক্তক্ষরণ! প্রাণে আত্মার বিলাপ বাজে


সচলতায় শরীর দেহে, অঙ্গভঙ্গি না না চিত্র আঁকে
মৃত‌্যুকালে হারিয়ে যায়, যত সব আঁকিবুঁকি যত্রতত্র
খেই খুঁজে পায় না তারা হারিয়ে যায় চিরতরে;
সেই যে প্রাণ হারিয়ে গেল কোন সদরে কোন খানে?
কেউ তারে আর খুঁজে না পায়? কখনো কেউ খুঁজে না?


১৪২৫/ ভাদ্র/ শরৎকাল।