_______মোহ যাপনে মনের সাধ
মোহ যাপনে মনের সাধ
প্রত্যয় নাহি চেনে; যা ই্চছা তাই নেশার টানে ছুটে
মোহ নয় তো সুবোধ ঘোড়া
হুরকো বাতাসা যেন; বোধের হাঁড়ি  যায় ভেঙ্গে।


মোহ এর সাথে স্বপ্নযোগ
তন্দ্রা টুটে বিষম রাগে মজে; যেন মোহএর স্বপ্নঘোর
আকাশ নীলে বাতাস সনে
মোহ এর উল্লাস রাঙা ঘুড়ি; নাটাই বিনে মুক্ত মুক্ত পাখি।


________মনের ঘরে
এমনি করে মোহ এর বিলাপ মনের ঘরে। মন কি তারে পুষে রাখে? মন কি তারে বাঁধতে পারে? না কি যার শরীরে তার বাস তারে শুধু মোহ টানে? মনের সাথে কেমনে থাকে? নাকি মোহ মনের প্রতিবেশী? একই শরীরে বাস যখন, মনের সাথে দ্বন্দ্ব কি সে? মোহ তবে লুকিয়ে লুকিয়ে শরীর থেকে বেড়িয়ে পরে। তারই নেশায় শরীর ছুটে।


____কারসাজি
মোহ না কি মনের সাথে
ইচ্ছা নামের কারসাজিতে
চুপটি করে ঢুকে পরে।


ইচ্ছার সাথে হাত মিলিয়ে
সাধ পূরণে মেতে উঠে
সাধের মাত্রা বেড়ে গেলে
নেশায় তখন আপনা টলে।


রৌদ্র জলের মাখা মাখি
মেঘ নাচে দ্যাখো বাতাস তালে
মোহ এর টান এমন নেশা
তাই তে বোধ হয় বৃষ্টি ঝরে।


_________ভাল মন্দ মনুষ্য প্রাণ
মনের সাথে মোহ দুলে, রং ছড়ালে একটু সাধ। তবেই নাকি ইচ্ছাপূরন? মন মোহালে চাঁদের হাট। স্বভাব গুনে মোহের টান। ভাল মন্দ মনুষ্য প্রাণ। আকল খোলা স্বচ্ছ স্বাধীন। পথিক বলে কোন পথে যাই? সুবোধ স্বপ্ন সুবোধ মোহ। নেশার মোহ নষ্ট আকর। পথ সে তো অতি ভঙ্কুর দিশা তারে নাই বা চেনে। তাই তো পথিক মোহ ছুঁড়ে পথ চিনে লও।


_______শরীর খাঁচা
পথিক হাঁটে পথে। তার সাথে সাথে যাচ্ছে হেঁটে, শরীর খাঁচা। সেই খাঁচাতে থাকে বসে, মন, বাসনা, মোহ, যাতনা। ক্ষুধা তৃঞ্চা শরীর জানে। শরীর জানে না কোন সে দিশা? যে দিশায় হৃদয় উজালা। ক্ষুধা তৃঞ্চা শরীরে খরা, তারে বিনে কেমনে চলা। মন বাসনার কোন কে ক্ষুধা? কেমনে ওদের তৃঞ্চা মিটে।


১৪২৪/২৯ অগ্রহায়ণ/ হেমন্তকাল।