_______অভিশাপের বিষ


বসে
বসে আছি
যেন অকূল সমুদ্র পাড় এ
বসে আছি
বসে।


বাতাসে
বাতাসে ছড়িয়েছে
অভিশাপের বিষ হাওয়া ময় ধরণীর পরে
বাতাসে ছড়িয়েছে
বাতাসে।


যেমন ধুলোময়
ধুলো হাওয়ায় উড়ে,
তোমায় কেন গো চাইতে পারিনে
নিত নতুন করে?
পাইনে কাছে তব নিত নতুন রূপে


কালের ধুলা
কালেই রয় উড়ে উড়ে
হাওয়া বদলে, রূপের বদল
শুধুই রূপের বদল;
নিত নতুন তুমি কেন হওনা?


১৪২৭/জ্যৈষ্ঠ/গ্রীষ্মকাল