______আকাশ নীলে মেঘ


আকাশ নীলের মায়ায়
মেঘ ধরল বাজি;
দৌড়াতে দৌড়াতে নিঃশেষ পথেই
নীলের আঁধারেই হারিয়ে গেল অমিয় সুধা পানে।
এ কোন সে সুধা?
মায়ার জাদুকরী খেলায় টানে।
নতুন নতুন মেঘের ধারায় একই খেলা খেলে
তাইতে নিত্য শরৎ যায়রে ডেকে;
আয়রে তোরা আয়, আমার সুধা সনে!
ঐ দিগন্ত পাড়ে।
আকাশ নীল মায়ার ফাঁদ, যাসনে সেথায় ভুলে;
হারিয়ে যাবি নিঃশেষ হবি
ঘোর লাগা ঐ মায়া বটে।


বলল, মেঘ!
আমি বেশ তো ছিলাম শরৎ ডানায় উড়ে উড়ে
স্বপ্ন খেলায় মেতে;
কোন সে মোহে গেলাম ছুটে?
নীলের মায়ার টানে।
ও যে এক স্বপ্ন মায়ার জাল;
বাসবি ভালো পুড়ায়ে পোড়ায়
অমোঘ নেশার বান!


১৪২/আশ্বিন/ শরৎ কাল।