---ক্ষয়ে যায় মাটি ও মানুষ


কি ছিল ওখানে?
এক সময় ওখানটায় একটা দিঘল পুকুর ছিল
দীঘির মতো কালো কুচকুচে জল
সেই গভীর জল জোছনা রাতে ঢেউ খেলত
শান বাঁধা ঘাট ছিল
সেই ঘাটে গভীর রাতে ধোপানি ভূতের দল রাতভর
কাপড় খাচতো আর জোছনা রাতে তা শুকাইত;
লোক গাঁথায় পাওয়া যায়!


রাজ বাড়ির পুকুর,
ভাঙ্গা ইট সুরকির ফাঁকে ফাঁকে শেওলার আচ্ছাদন
খানিক বাদেই ভাঙ্গা রাজ বাড়ির ধ্বংসাবশেষ
দু যুগের মতো ছিল;
সেই রাজ বাড়ির এখন কোন চিহ্ন মাত্র নাই
রাজ বাড়িতে নতুন পাড়া গজিয়েছে
পুকুরে গজিয়েছে নতুন বাড়ি! ইট সুরকির রাস্তাগুলো
কোন নিশানা পর্যন্ত নেই;


তয় রাজ বাড়ির একখান খেলার মাঠ ছিল,
সেই খেলা মাঠ এখন বেশ আছে, তবে চারদিক
ক্ষয়ে গেছে আগের ঐর্তিয্য আর নেই!
পাড়ার ছেলেরা ঐ মাঠে এখনো খেলাধুলা করে
শৈশব বিবর্তন; ক্ষয়ে যায় মাটি ও মানুষ!


১৪২৫/ কার্তিক / হেমন্ত কাল।