_____সময় ক্ষণ যাপনের প্রত্যয়


নতুন করে আর কি বা হবে
বার বার ফিরে আসা;
অনামা সুধুাসনে সোদা মাটির গন্ধে ভাসা।


যায় ফুরিয়ে নগর, গাঁয়ে
ঝরা পাতার মতো নিত্য হিসাব রচে
নাই নাই ফুরিয়ে যাবার পালায়
সদা বিদায় ঘণ্টা বাজে।


করিতে সৃজন, করিয়া যতন, কত যে স্বপ্ন ভাসা?
আদর মায়া সর্ব গহন; জন্ম সততে বাঁধা।
ফুরিয়ে গেলে সব থাকে পড়ে
অনন্তলোকে তারই কর্ষণ ধুলায় রইল পড়ে।


কিছু নিল বাতাসে
কিছু গায়ে রইল মেখে
কিছু রইল ধরা ধামে এখানে ওখানে
ছড়িয়ে ছিটিয়ে অবান্তর অপ-পলাপে।  
এমনি জীবন, কি বা আসে যায়
নিত্য নতুনে, নিত্য প্রণয়ে বার বার বাসি হয়;
সময় ক্ষণ যাপনের প্রত্যয়।


১৪২৭/শরৎ কাল/ভাদ্র