______অর্ধ শতক ধরে হাঁটছে পথিক


বাংলার মৃত্তিকার প্রতি বর্গ ফুটে লুকিয়ে আছে
একাত্তরের জাতি সত্তার শহিদের মজ্জা,
করোটিতে গেঁথে আছে বুলেট, বেয়োনেটের ক্ষত
রক্তমাখা বারুদের কঙ্কাল ফসিল।


নিত্য পথে হাঁটি,
ধুলোর বুক জুড়ে রক্ত মজ্জার রসনাই ঝলমলিয়ে গেয়ে উঠে
মুক্তির গান; উদজিবীত হয়, আমার সোনার বাংলা।
পদতল থমকে যায় মুক্তির অনাহারে, স্বপ্ন বিলাপ
দূর আকাশে আশার প্রদীপ জ্বালায়।


এই যে, অর্ধ শতক ধরে হাঁটছে পথিক
আমিও তাদের দলে; সাতকাহনে শহিদ জননীরা আজও কাঁদে
মুক্তির মিছিলে ঝকঝকে সুর্যির আশায়
স্বপ্ন বুননে আমার সোনার বাংলা।


১৪২৮/হেমন্তকাল/ অগ্রহায়ণ।