---বানের হলুদেভা শেওলা জল


সন্ধ্যাবতীর পূবে,
মাঠের পর মাঠ খোলা ধান ক্ষেত
কার্তিকে বান ভাসা শেওলা ধরা জল শুকিয়ে আসে।
আইল ডুবা ক্ষেতে হাঁটুজল,
সবুজ ধানগুলো কোমর ভেঙ্গে নুয়ে পড়ে
ভাসান জলের সিঁথানে যেন সারি সারি সবুজ শীতলপাটি।


জল ডুবা আইন পথে,
ফুটে আছে শাপলা আরে কত জলজ ফুল
ধান ক্ষেত্র ঝোপ ঝাড়ে ডাহুক ডাহুকী বাসা বাঁধে।
সবুজ ধানের সিঁথানে,
বসে একঝাঁক সাদা বক; মিহি বাতাসে কাঁপে সাদা বকের
মাথার লম্বা পালক! শেওলা জলে চোখ রেখে হাঁটে।


বানের হলুদেভা শেওলা জল
দারকিনা মাছের ঝাঁক ঘুরে! আরো কত ঝাঁক ছোট ছোট মাছের
জলজ পানায় জলমাকড়ষা জলে হেঁটে বেড়ায়।


মাঠের কিনারে তালগাছটায় চিল বসে ডাকে
যেন হেমন্তের সম্মোহন আহ্বান; চারিদিকে রে রে পড়ে যায় সারা
মুরগির ছানারা লুকায় মায়ের খোপে দ্যাখো ঐ উঠানে।


১৪২৫/ কার্তিক/ হেমন্তকাল